আমরা যে শুনেছি

আমরা যে শুনেছি
অশ্বত্থের ডালের মর্মর
দেখেছি জামের ছায়া
উঠানের ‘পর
ফড়িঙের গন্ধমাখা দুপুরের ঘাস
চ’লে গেছে যত দূর চলেছে আকাশ—

নরম নদীর পারে (বিকেলের)
আমরা দেখেছি ঘন বট
লাল-লাল ফলে ভরা
তার পাশে গোধূলির মঠ
একটা কি দু’টো সাদা বক
সন্ধ্যার নদীর জলে মাখিছে কুহক

আমরা দেখেছি চেয়ে
শীতের কুয়াশা
শালিখের (মৃত শিশু)— ভাঙা ডিম
হিম শূন্য বাসা
খেতে-খেতে সোনালি ফসল
চাঁদ পেঁচা শিশিরের জল—

আমরা দেখেছি চেয়ে
সন্ধ্যার আকাশে
রাঙা মেঘ সাঁতরায়ে
দাঁড়কাক নীড়ে চ’লে আসে
অন্ধকারে ঘন তালবনের সবুজে
চিলের সোনালি ডানা মরে কী-যে খুঁজে

আমরা ধানের গুচ্ছে
ছড়ায়েছি হাত
পায়ে চলার পথে
দিয়েছি আঘাত
শুকনো পাতার বুকে— ঘাসের শরীরে
পৃথিবীর পথ থেকে পথে-পথে ফিরে

পুরোনো নদীর গন্ধ
হাওড়ের বাতাসের স্বর
নক্ষত্র আমের বীথি
গ্রামের প্রান্তর
কোকিলের ডাক
বার-বার আমাদের করেছে অবাক

শুনেছি মাছের শব্দ
জলের ভিতর
নয় গান— গুঞ্জন
পাতালপুরীর যেন স্বর
দুপুরের নিস্তব্ধ জগতে
কিংবা হিম জ্যোৎস্নামাখা রজনির পথে

আমরা দেখেছি সব— এই সব—
পৃথিবীতে এসে
দেখিবার আর-কিছু নাই তবে,
ব্যথা পেয়ে— রূপ ভালোবেসে
কিছু নাই আর
দেখিবার— কিংবা দেখাবার—

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা