পূরবী

সমুদ্রের নীল জলে র’য়ে গেছে বারুণীর মুখ
জেনে বা না জেনে দিন শেষ হল তার
এক বার দেখা হয়েছিল কেয়াকাঁটার শ্রাবণে
সেই সব মুখ তবু আঘাত করে না বার-বার

সাগরজলের শস্য ফ’লে ওঠে সপ্রতিভ রাতে
লক্ষ মাইল দূরে তবু দেখা যায় প্রবীণ প্রাকার
দাঁড়ায়ে রয়েছে জীব ব্রহ্মকে দ্বিখণ্ডিত ক’রে পূর্ণতায়।
যদিও সমুদ্র নীল— ধবল মেঘের পিছে আকাশও নির্দোষ অন্তঃসার।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা