এ-পৃথিবী রুক্ষ বড়

এ-পৃথিবী রুক্ষ বড়— (আলো থেকে অন্ধকার)— কথা কাজ শব্দ উচ্ছৃঙ্খল
ধ্বনিতেছে বার-বার;— যত বার পথ ছেড়ে যেতে চাই স্বপ্নের বিপথে
শিশু কাঁদে, শালিখ ঝগড়া করে, ঝিঁঝি ডাকে, পায়দল তরুণের দল
কোলাহল করে শুধু, স্বপ্নের সৌন্দর্য আমি হৃদয়ে পাই না কোনও মতে
আমি চাই কোনও নীল পাহাড়ে চিনার-বনে ব’সে র’ব ছায়ার ভিতরে
সেখানে পাখিও নাই, পাখিরে ডাকিও নাই,— কেবল শিশির শব্দ করে—

সেখানে তোমার রূপ— পৃথিবীর ধুলো-রক্তে ভালো ক’রে চিনি নাই যাহা
ভালো ক’রে দেখি নাই— চোখ বুজে সেইখানে শান্ত নীল স্বপ্নের নির্জনে
নীলাভ ঝাউয়ের বনে তোমার মুখের রূপ দেখিব অনন্তকাল, আহা,
তোমারে চেয়েছি আমি কত দিন— আতার ক্ষীরের মতো কবে তুমি মনে
উথলিবে; আমি তাই পাহাড়ে চিনার-বনে ব’সে র’ব ছায়ার ভিতরে
সেখানে পাখিও নাই, পাখিরে ডাকিও নাই,— কেবল শিশির শব্দ করে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা