যেখানে দিনের আলো

যেখানে দিনের আলো দ্বিরাগদর্শনযন্ত্রে মণির মতন
সেইখানে দার্শনিক ব’সে আছে অবহিত চোখে
গভীর রাত্রে চুপে ঝুঁকে যারা আত্মসচেতন
হয়ে থাকে— মোমের বা মনের আলোকে
তাহাদের হৃদয়ের সাথে সেতু তার।
পৃথিবীর দূর দ্রুতগতি সব ছাগলের খুর
কখন ফসল আর ছড়াবে না, জাদুকর
কোথায় রয়েছে আরও দ্রুতগতি চমরি-অসুর
আমাদের সকলের ধাবমান রক্তের প্রতিভা
ভুল ব’লে মনে হবে? কবে তিরস্করণী সমাজ
এই শেষ মানুষের মাংসের নাশপাতি-আভা
শূন্যকে ফিরায়ে দেবে— তার পর উড্ডীন আওয়াজ
নাকের ভিতর থেকে রাসভের টুপি-আঁটা সপ্ত ঘুমন্তের
কোথাও র’বে না আর— হলেও পাবে না কেউ টের।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা