যখন খেতের ধান ঝ’রে গেছে
যখন খেতের ধান ঝ’রে গেছে— খেতে-খেতে প’ড়ে আছে খড়
আম বাঁশ ডুমুরের পাতাগুলো মাঠে-মাঠে করে মর্মর
ফাল্গুনমাসের ঘ্রাণে ফড়িং এ-জীবনের গন্ধ ভালোবাসে
বিশুষ্ক পুঁইয়ের মাচা ঘিরে-ঘিরে প্রজাপতিগুলো উড়ে আসে
হলুদ-জর্দা-সাদা প্রজাপতি— হলুদ-জর্দা-নীল-লাল
দুপুরের মাঠে শুয়ে এই পল্লী— নিস্তব্ধতা— এই খোড়ো চাল
ভূতুরে স্বপ্নের মতো ডালপালা— নীরব নরম দাঁড়কাক
তেরছা ডানার ছায়া; চিল বুঝি?— নলবনে শালিখের ঝাঁক
এই সব ভালো লাগে— দু’ দিনেই চুল শুধু হয়ে যাবে সাদা
এইখানে মাঠে শুয়ে ভালোবাসিবার পথে আরও ঢের বাধা
জ’মে যাবে; এখুনি তো ফাল্গুনের মায়াময় অপরাহ্ন ভরি
পরীর যুগের মতো কারা যেন সোনার পাখির পিঠে চড়ি
কুয়াশায় মুছে যায়… মুছে গেছে;— কোনও দিন ফিরিবে না আর
যদিও ফাল্লুন আছে— আমি আছি— প্রজাপতি আছে নীল লাল পাখনার।
Comments
Post a Comment