মৃত্যু এল
মৃত্যু এল— মনে হয়— প্রস্তর-যুগের থেকে আজ এই ডাইনামো’র যুগ
একটি সুদীর্ঘ দিন— যুদ্ধে— কলরবে— মহাকাব্যে— তিতিক্ষায়—
কেটে গেছে আমার জীবনে— তার পর দর্শনের অবসর এসেছিল—
তবু তার আগে মৃত্যু;
প্রভাতের আলোর আনন্দ ভালো
মধ্যন্দিন সূর্যের গৌরব;— তবু তারা যমনিয়মের কীর্তি;
পিপুলের একটি পাতাও
সবুজ আভার থেকে আবর্তিত হয়ে পরিণতি না চেয়ে পারে না:
হেমন্তের হলুদ কমলা রঙে— কুয়াশায়— অন্ধকারে
আমারও প্রশান্ত পরিণতি:
আমারও বীক্ষণ: দু’ মুহূর্ত— যেন কোন জাগুয়ার আত্মার
নিভন্ত অগ্নির মতো চোখে
ধীরে-ধীরে মুছিয়া যেতেছে সব প্রত্যাসন্ন সূর্যের আলোকে।
Comments
Post a Comment