তোমার মুখাবয়বে চেয়ে থেকে

তোমার মুখাবয়বে চেয়ে থেকে এক দিন মনে হয়েছিল
এ-রকম সমতল খেত, নদী, পেঁচকের, বৃহৎ চাঁদের
নরম রেখার দেশে তোমার হৃদয়
তবুও শিখেছে তার মশা ইঁদুরের মতো কিছু-কিছু অবিনয়
তাহাদের মতো কিছু সরসতা; ডান হাত বাড়ায়ে তবুও
যখন মশা’কে আর ইঁদুরকে আমি দিতে পারি দুয়ো
চেয়ে দেখি জ্যোৎস্নায় আমার অনিত্য সব তুক
গোপনীয় প্রণয়ীর মতো এসে ছুঁয়ে যায় বার-বার মশক
জেগে দেখি মাঝ-রাতে বেদনার ঘুম থেকে উঠে
করুণার অবতার হয়ে মূষী আমার আঙুল ছেনে খুঁটে
সহসা আমাকে দেখে দু’ গালের টোলে ধরা হাসির মতন
ধৃত হয়ে মুহূর্তেই জেনেছে নিবিড় নিরসন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা