মরীচিকা

যখন অপরে সব হেসে ওঠে— জল খায়— সঙ্গীতকে ভালোবাসে
রাত্রি এসেছে ব’লে নগরীতে আর এক বার
আমিও সিন্ধুর শব্দ চেয়ে দেখি চোখে
কানে শুনি সেই দূর সমুদ্রের রূপ
সরিতেছে ঢের মৃত পাখি লয়ে
সূর্যের আলোর নিচে
ধবল কর্ম খেয়ে
সাদা, হিম মেরু দুপুরের দিকে

এরাই তো সেই সব মৃত পাখি
বহু দিন থেকে মৃত
অজস্র আলোকবর্ষ অন্ধকারে পথ খুঁজে আমাদের চোখে
মৃত নক্ষত্রের মায়াবীর জন্ম দেয় আজও
হাস্য করে— জল খায়— প্রবীর সঙ্গীত ভালোবাসে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা