এমন লোক-যে নেই

এমন লোক-যে নেই তা তো নয়— মৃত্তিকার দিকে চেয়ে যারা
মনে করে চির-কাল রয়ে গেছে— নক্ষত্রের আলোর পাহারা
সিংহ এসেছে ভেবে বালুর ঘড়ির শব্দে হরিণের মতো কান খাড়া

কেউ-কেউ করে,— তবু মানুষের সৌন্দর্যকে বুঝে গেছে অনেক প্রেমিক
প্লেটোও দেখেছে স্বর্ণবিম্বে সব মিশে যায় মহত্তর গ্রীক
কী ক’রে-যে প্রজাপতি হয়ে যায়— বোঝা দায়— শুঁয়োপোকা এত স্বাভাবিক।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা