কোনও এক জাদুকর

কোনও এক জাদুকর আবার এ-পৃথিবীকে চেয়ে দেখে ধীরে
সৃষ্টির প্রথম জল স্ফীত হয়ে উঠিবার আগে
যেমন সে এক-দিন উঠেছিল আধো-অন্ধকার শঠতায়
তাহার চিলের দৃষ্টি দেখেছিল সময়ের উদ্বর্তনে সফেন ভূভাগে
অবশেষে মানুষের জন্ম হবে এক-দিন।

মানুষের জন্ম হল।

চারি-দিকে বলয়িত সমতল ভূমি
বৃশ্চিকের দাগে কেটে এখনও সে ছুটিতেছে প্রবল পথিক
মাথার উপরে সূর্য যেন এই দ্রুতগতি প্রেতাত্মার সমসাময়িক
চির-দিন। কোথায় রয়েছে বেগ, হে মায়াবী, জ্যোতিষ্ক, চিলের ডানা, ছাগলের খুরে
মানুষের এই অগ্র-ধাবমান প্রতিভার আগে যাবে উড়ে
ব্রাহ্মী অক্ষরের মতো তাকে অন্ধকার শিলালিপি জুড়ে
বলিবে নিরস্ত হতে।
অথবা গোবির অগ্নি, মহাসমুদ্রের জ্যোতি আমাদের ধবল কঙ্কালে
যেই স্বর্ণ বালুরাশি ঢেলে দেবে কোনও এক-দিন
আমরা সকলে সেই দূর সৌরকরোজ্জ্বল ব্যাপ্তির অধীন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা