জলের বিম্বে নড়ে

এখন স্ফটিক তবে ব’লে দেবে সময়ের উদ্বর্তনে যা আছে নিহিত
যদি-বা স্ফটিক পাই কোনও এক মনীষীর দেরাজের থেকে
হয়তো কাঁচের মতো মনে হবে নক্ষত্রের দোষে
একটি মৌমাছি যদি সোনালি রৌদ্রের থেকে ডেকে
আমার সিলিঙে এনে
কয়েক মুহূর্ত আমি রাখিতাম আজ
কিন্তু তারা হয়তো-বা বালকের বাধ্য দিন ছিল এক দিন
আজ এই যৌবনের শেষে সব তেজস্ক্রিয় উড্ডীন সমাজ
রৌদ্রের, জ্যোৎস্নার কিংবা রসাতল-স্থিত ঘূর্ণনের
ক্রমশ বিবর্ণতর হ্রদের হংসী’র মতো আমার আত্মাকে পেল টের।

হে হংসী, এখন সব বিষয়ীরা ছেড়ে গেছে জল
চমৎকার ডানা তার ছিল ব’লে প্রভাতের জুড়ি
হয়তো পশেছে রসাতল
হয়তো-বা বরফের মতো সাদা মেঘমুণ্ডে হয়ে গেছে চুরি
আরও স্থির জলের প্রতীকে
সেই জল তিরোহিত নিখিলের কাছে
অন্য এক মৌন পুরস্কার নিয়ে আসে
তাহার প্রতিভূ আসে যেখানে নাড়ির যোগ আছে
তবু কোনও অর্বাচীন বালিকার সেলাইয়ের ফোঁড়ে
আমার ডানার জন্ম হয়েছিল, এখনও জলের বিম্বে নড়ে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা