তবু সেই পৃথিবীতে সূর্য ছিল

তবু সেই পৃথিবীতে সূর্য ছিল— পাখি ছিল
শিল্পী ছিল— পাখিদের চেয়ে ভিন্ন দ্যোতনার মতো
তাহাদের হাত ছিল অপরূপ— আমলকী-মসৃণ
চাষা, ভাঁড়, প্রেমিক করে নি সে-দিন সেই ফল প্রত্যাহার
গ্লোবের মতন যেন ঘুরে যেত স্থির এক শিক্ষাদাতার
মেধাবী হাতের ক্ষোভে— মানুষের অন্বেষার কাছে
আমাদের সত্যাগ্রহ; চীন, চেক, বার্সিলোনা আছে।
আমাদের স্থান তবু তাহাদের কবরের এক কোণে
যারা সব বেবুনের মতো খিঁচে ম’রে যায়
সিংহ দেখে ভয় পেয়ে
আমাদেরও হৃদযন্ত্র— চাঁদের মতন হিম চমৎকার হয়ে আছে ব’লে
অথবা পিতল ঘণ্টা সুস্বাদু বণিক মনে করে
নিবিড় হাতুড়ি দিয়ে বাজাবার প্রয়োজন হলে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা