এক দিন ভাবি নি কি
এক দিন ভাবি নি কি আকাশের অনুরাধা নক্ষত্রেরা বোন হবে— বোন
নক্ষত্রের ভাইয়ের— ধ্রুবতারা শুকতারা কোন্ তারা আছে
অই দূর হেমন্তের আকাশের কোন তারা জেনেছে তেমন শিহরণ
এক দিন জেনেছি যা— সোনালি মেঘের ভোরে জীবন যা সব জানিয়াছে
এক দিন।
এক দিন ভাবি নি কি আকাশের অনুরাধা নক্ষত্রেরা বোন হবে— বোন
নক্ষত্রের ভাইয়ের— ধ্রুবতারা শুকতারা কোন্ তারা আছে
অই দূর হেমন্তের আকাশের কোন তারা জেনেছে তেমন শিহরণ
এক দিন জেনেছি যা— সোনালি মেঘের ভোরে জীবন যা সব জানিয়াছে
এক দিন।
Comments
Post a Comment