এক দিন ভাবি নি কি

এক দিন ভাবি নি কি আকাশের অনুরাধা নক্ষত্রেরা বোন হবে— বোন
নক্ষত্রের ভাইয়ের— ধ্রুবতারা শুকতারা কোন্ তারা আছে
অই দূর হেমন্তের আকাশের কোন তারা জেনেছে তেমন শিহরণ
এক দিন জেনেছি যা— সোনালি মেঘের ভোরে জীবন যা সব জানিয়াছে
এক দিন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা