বন্দরের জনসমাগমে

আমার সময় আমি নিয়ে যাই বন্দরের জনসমাগমে
সেখানে অনেক লোক: কন্যা ও কানীন
আমারও আহৃত গল্প: লেগে থাকে কুশনের মাংসে আলপিন
ভেড়া’র চামড়া থেকে লোম ছিড়ে নিয়ে গেলে আবার তা সমারোহে জমে
টের পাই; সবার প্রত্যাশা কেউ নিয়ে যায়
কান্তারের মটরশুঁটির মতো ফুলে
সমস্ত দুপুরবেলা তৃণের সাগরে
ডিম্বাকৃতি মুকুরের মাঝে ধরা পড়ে;
বঙ্কিম শিঙের ছবি নড়িতেছে নিখিলের মূলে।
——————————————————
সবার প্রত্যাশা নিয়ে কান্তারের ফুলে কেউ নামে
দু’টো বাঁকা শিং নড়ে মাথার কঠিন ক্রানিয়ামে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা