কোথাও অনেক উঁচু স্তূপ

কোথাও অনেক উঁচু স্তূপ দেখি— পাথরের প্রান্তরের মাঝে
মৃত কোনও সভ্যতার।— সমুদ্রের থেকে
ঢের দূরে— তবুও তা আলোকিত হয়ে ওঠে দুপুরবেলায়
সাগর রয়েছে ব’লে পৃথিবীতে। সময় কোথাও
লেখাজোখা রেখে যেতে কৃপণতা ক’রে গেছে— আমাদের সেই
অনুকম্পা— প্রণয়ের— হৃদয় নিজের কাছে এসে
সূর্যের প্রখর রঙে অন্ধ হয়ে একা
মনোলিথ— তবুও তা সারা-দিন নির্জন আভায়
বিভাসিত হয়ে থাকে সমুদ্রের পাখির মতন।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা