কোনও এক দার্শনিক

কোনও এক দার্শনিক বলেছিল পৃথিবীর মানুষের প্রাণ
(অথবা জন্তুর প্রাণ) যাত্রীর মতন
এই জেনে পথ পেয়ে আমিও করেছি প্রাণপণ
পথ উতরায়ে গিয়ে কোনও এক অবহিত স্থান
অধিকার ক’রে নিতে— ব’লে গেল এক জন সামান্য ভোটার
মাথাগুনতিতে তারও রয়েছে ভোটের অধিকার।

তবু আমি বার-বার ভালো মনে ভোট দেই যাকে
অথবা তাহাকে শেষে ছেড়ে দিয়ে বীতশ্রদ্ধভাবে
যে-কেউ খুরের ‘পরে ভর দিয়ে ভোট নিতে যখন দাঁড়াবে
সহচর যাত্রী ভেবে আমাদের জীবনের স্মরণীয়তাকে
ছেড়ে দেই তার কাছে—
বাঘা তেঁতুলের সাথে মিশে থাকে তবু বুনো ওল
ব্রহ্মাণ্ডের মতো গোলাকার, সর্ষে-বীজের মতো গোল।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা