যদিও করি নি যাচ্ঞা

যদিও করি নি যাচ্ঞা কোনও দিন আমি এই অন্ধকার
তবু তারে নিরর্থক ভেবে
বিসর্পিত আকাশের লুব্ধক, পুলস্ত্য, স্বাতী তারাদের কাছ থেকে
দু’ দণ্ডের বেশি আলো নিয়ে
কোনও তুঙ্গ কর্মময় জীবনের মোমের প্রদীপ আমি আবার পাব না ফিরে
কোনও দিন দেখিব না শ্রেণিবদ্ধ হরিয়াল কার্তিকের অবিশ্বাসী তুহিন বাতাসে
রৌদ্রকে ভালোবেসে উড়ে যায়— অর্বুদ যোজন দূরে সূর্যের পাশে।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা