সবই গোলাকার

সূর্য প্রদক্ষিণ ক’রে অই নয় গ্রহ ঘুরে যায়
নির্ঘণ্টে রাত্রির জন্ম হয়
আমাদের দিন জন্মে
আমাদের অভিভূত আড়ষ্ট হৃদয়
চেয়ে দেখে প্রতিটি পাথর, গাছ, ঢিল’এ
জ’মে আছে সময়ের কলঙ্কের রেখা
নিজের পায়ের শব্দে জেগে উঠে জিন
টের পায় অনন্ত— নিস্তব্ধ মাঠে একা
হেঁটেছে সে;— এখন ফেরার কথা নয় তবে তার
কিংবা আরও সম্মুখে যাবার
নয়টি নিটোল গ্রহ, রাত, দিন, তুলা, মেস-রাশি
অনন্ত কালের ঢেউ— সবই গোলাকার।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা