আমার দৃষ্টির পথে

আমার দৃষ্টির পথে নিরয়ের অন্ধকার থেকে
কেবলই দূতীরা সব উঠে আসে অদ্ভুত পাখায়
অতিকায় সমুজ্জ্বল কমলালেবুর মতো পৃথিবীর পীঠে
কেবলই যেতেছে তারা ঘুরে— ঘ’ষে— কত দিন
এই চমৎকৃত ফল সাধু র’বে আর
তুর্মলীনের মতো আকাশের মহীয়ান ম্লান আভা ঘিরে
যখন উঠেছে ঢের পনির-রঙের শঙ্খচিল
তাহাদের মনে তবু কোথাও আকাশ নাই—
আকাশের বড়ো প্রতিবিম্বের মতন।
কোথাও নদীর জল নাই আর— নাই নিস্তব্ধতা।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা