অমলা চৌধুরী

নেই, অমলা চৌধুরী নেই আর—
এই পৃথিবীতে সে আর নেই—
আমার এত দিনকার এই আঙিনার কোনও মানে নেই আর
এত দিন ভেবেছিলাম আমি বেঁচে রয়েছি পাণ্ডুলিপির জন্য—
আকাশের সোনালি চিলের কান্নার জন্য, স্বপ্নের জন্য—
কিন্তু তার পর বিস্ময়ের পর্দা সরিয়ে নিয়ে যায় সে তার;
সমস্ত সবুজ ঘাস, সমস্ত নক্ষত্র, সমস্ত রুপালি বৃষ্টির আশ্চর্য ছায়ার সিঁড়ি মুছে যায়
পৃথিবীর ভিতর ফিরে আসতে হয়
পৃথিবীর ভিড়ের মধ্যে;
শোনা যায় কোন দূর অন্ধকারের দেশে দেবতারা মৃদু কণ্ঠে কথা বলছে—
দিনের আলোর সুস্পষ্টতার ভিতর তার পর কিছু শোনা যায় না আর।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা