আমরা প্রবল অতি
আমরা প্রবল অতি— পঙ্গপাল
কোনও এক স্তম্ভের কাছে
আমাদের নতজানু হতে হয়
যত দিন আমাদের জানু রহিয়াছে
মানুষ যখন তার চোখ বোজে নতশির হয়ে
স্তূপের নিকটে তবে সে-ও এক নির্বিকল্প স্থাণু
তার পর মুণ্ড নিয়ে বেড়াবে সে রৌদ্র— রৌদ্রান্তরে—
রমণীর সঙ্গমে কাজে লেগে যাবে তার জানু।
আমরা দুর্বল অতি— কৃকলাস
হে প্রবীর কৃষ্ণকায় স্তূপ
মুখোশ খুলেছ— তবু— দাও আমাদের
দুই বিধ নতজানু রূপ।
Comments
Post a Comment