আকাশের চাঁদ
‘আকাশের চাঁদ,
বুড়ি হয়ে গেছ তবু জাগিতেছ অদ্ভুত অবাধ
পৃথিবীর দিকে চেয়ে একা-একা হিম জ্যোৎস্নায়
কী দেখিছ, হায়’
‘ভয়— ঘৃণা— বিশৃঙ্খলা কত
জানো না কি? তুমিও জানো তো
মনে ভাবি তোমাদের পৃথিবীর মতো
একটিও তারা যেন কোনও দিন আর তার দীপ না জ্বালায়-‘
‘আকাশের চাঁদ,
কী-যে বলো— পৃথিবীর জীবনের গভীর আস্বাদ
একা-একা হিম জ্যোৎস্নায়
তুমি কি বুঝিবে বলো, হায়!’
‘গভীর আস্বাদ?… মাছরাঙা কাঁচপোকা ফড়িঙের মতো
পৃথিবীর চলা-ফেরা সব যদি হত
তা হলে খানিক হত— খানিক উন্নত
হত সব,— কিন্তু থাক— আশা নাই যত দিন মানুষ এ-পৃথিবী চালায়
তোমাদের পৃথিবীর মতো আর-একটিও তারা যেন কোনও দিন দীপ না জ্বালায়।’
Comments
Post a Comment