শ্লথ বুনুনির মতো

কোনও এক শ্লথ বুনুনির মতো তুমি বুনিতেছ এই দিন রাত্রির আলো
যদিও চুলের ‘পরে বিকেলের সূর্য জ্বলে— তবু
তোমার অপাঙ্গ এই আমাদের পৃথিবী-নক্ষত্রে নেই আর
এক-দিন এই গ্রহ সৃষ্টি করেছিলে তুমি— তবু
দেখেছিলে আঁধার নিসর্গ থেকে উঠে
আদি অ্যামিবা’রা সেই খেলা করে সূর্যের সোনালি বিম্বে ঘোর
আরুণির অগ্নি জ্বলে সমুদ্রের তীরে
নির্জন আমোদে তবু মেরুবরফের দিকে চেয়ে দেখেছিলে
যেখানে সচ্ছল জল স্তব্ধ হয়ে প’ড়ে থাকে ঘুমন্ত সীলের মতো ঢের
মিছেই সূর্যকে চায় যেইখানে গ্লাসিয়ার তবু
সহসা প্রবীণ এক পরিহাসে ন’ড়ে
হয়ে যায় অমল ভালুক, অগ্নি, মৈথুন, বন্দির গর্জন
নিভে যায়।

আমরাও অপরূপ ইউক্লিডিয়ান
পিরামিড থেকে উঠে
পরিহাস ক’রে যাই সৃষ্টির অন্ধকার অসত্য রেখাকে
অবিকল বরফের প্রশান্ত আভাকে— ক্যুমুলাসের মতো যেই মেঘ— তাকে

মিশে যাই জ্যামিতির সুঠাম আমোদে পুনর্বার।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা