দম্পতি

পুরুষটির:
এই তো সে-দিন কত ভালো লেগেছিল তারে— সেই এক ফাল্গুনের মাসে
যখন সে এল ঘরে;— চারটি বছর কেটে যায় নাই তার পর— তবু—
আবার এ-মাছরাঙা কাঁচপোকা ফড়িঙের পাশে ব’সে মন যেন কারে ভালোবাসে
তারে নয়,— আর কারে; তার নাম কারু কাছে বলিব না কভু
আজ এই ফাল্গুনের মাসে
যদিও রয়েছে বধূ তবু
মন অন্যমনে, হায়, কারে ভালোবাসে
কেউ তাহা জানিবে না কভূ!

নারীটির:
এক-জোড়া প্রাণ কি অনন্তকাল মানিকজোড়ের মতো পাশাপাশি চুপে
প’ড়ে র’বে?… কত দিন— কত মাস— কত বার কত কুশ্রী খুঁটিনাটি নিয়ে
আগুন নিভিয়া গেল ছাই হয়ে জীবনের ধূপে
ফাল্গুন-জ্যোৎস্নায় এই কী-বা হবে ভাঙা-কুলো-ভরা ছাই দিয়ে
মানিকজোড়ের মতো পাশাপাশি চুপে
কত দিন চলে আর— কত কুশ্রী খুঁটিনাটি নিয়ে
ছাই ভ’রে হৃদয়ের অবসন্ন ধূপে
কী-বা হবে ভাঙা-কুলো-ভরা ছাই দিয়ে!

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা