মৃত্যুর রূপ দেখেছি

মৃত্যুকে শ্মশানের অন্ধকারে খুঁজতে যেও না
মৃতার মুখের ভিতর খুঁজতে যেও না মৃত্যুকে
অন্ধকার ঘাসের উপরে মৃত পাখি
ঘুমের ছবির মতো
মৃত্যুর ছবি নয়;
ছায়াসিড়ি নদীর পারে এক প্রান্তর আছে
সেখানে অনেক ঝরাপাতা: সীমাহীন সমুদ্রের মতো
শিশিরে জ্যোৎস্নায় ঝিকমিক করে
বাতাসের আবেগে আশান্বিত হয়ে ওঠে
হৃদয়ের এলোমেলো ইচ্ছার মতো দিকদিগন্তে ছড়িয়ে পড়ে
সেখানে মৃত্যুকে কী করে দেখবে তুমি

ভিজে মেঘের দুপুরে সোনালি চিল কেঁদে যায়
তবুও ঘুমিয়ে থাকে নারী
সেই নারী ঘুমিয়ে থাকে—

আমি তাকে ঘুমিয়ে থাকতে দেখি
সহজ সরল শিশুর মতো
নিরপরাধ আনন্দের স্নিগ্ধতায়
চিল জানে— আমি জানি— আমরা মৃত্যুর রূপ দেখেছি।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা