অঘ্রান

আমি
এই অঘ্রানেরে ভালোবাসি
হাতে তার
পাণ্ডুর ধানের ছড়া— ছড়াবার শব্দ শুধু
পৃথিবীতে এনেছে সে
বিবর্ণ নীড়ের খড় খসাবার ধ্বনি
পাখিদের পালকের বিবর্ণতা
পুরোনো প্রেমের
ওই সব নীরবতা

অঘ্রানের মাঠে-মাঠে গভীর স্তব্ধতা এই
তারই সুর
পাখিরা— নদীর মুখ— কীট— ঘাস— বিকাল— কুয়াশা
শব্দ ক’রে চলে যেন
পৃথিবীতে আর কোনও ধ্বনি যেন কোনও দিন ছিল না ক’
কোনও দিন থাকিবে না
কোনও দিন ছিল না ক’ আর কোনও বিস্ময় কোথাও
আর কোনও ঘ্রাণ— রূপ—
অঘ্রানের সুন্দরী মুখের
হিম স্থির এ-গভীর ছবি ছাড়া…

আমারও জীবনে আজ এসেছে অঘ্রান
অপরাহ্ণ— শীত— শান্তি— বিবর্ণতা
বুকে কোনও নীড় নাই
কোনও প্রেম নাই
কোনও আশা নাই

এই নিস্তব্ধতা
ভালোবাসি!

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা