হলুদ বোলতা

হলুদ বোলতা অই উড়ে যায় নিরাশায়
ফাল্গুনের দীর্ঘ এক দিন শেষ হল
ছাদের উপর দিয়ে আলিসায় অন্ধকারে একা
নিঃশব্দে বিড়াল গেল চ’লে
যেন সে পাখির মতো— কোনও এক শেষ রামেসিস—
সম্রাজ্ঞীর হাত তারে টেনে নিল ব’লে।

জাফরান মেঘ ক্রমে ফিকে হয়ে তার ঠিকানায় এসে
রাত্রির পাপোশে খসে— চশমার হিসেবের ভুলে
কোনও দিন ইতিহাস দেখে নাই যারে সেই মহিলাকে ছুঁলে
সকলে বুঝেছে তবু প্রসিদ্ধ বধির
সেই মহিলার দেহ পৃথিবীর সব ছাদে দু’-এক নিমেষ
দাঁড়ায়ে পশ্চিম থেকে সূর্যকে নিয়ে গেল তুলে।
(নিভায়ে গেল সূর্যকে নিশ্চেষ্ট আঙুলে)

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা