জার্মান নারীকে চিঠি

হয়তো-বা বেঁচে থেকে কোনও দিন আর্যসভ্যতার মানে বুঝি নাই
(কা’রা আর্য? যাদের ধমনী থেকে রক্তস্রোত
যাহাদের চিন্তা যেন মনে করে পৃথিবীকে
তিষ্যরক্ষিতা’র এক প্রিয় দ্রুম।
চেয়ে দেখে-)
পথে-পথে কঙ্কালের মুণ্ডে— দৃঢ় পরিচ্ছন্ন দাঁতের স্ফটিকে
ভারতীয় মায়াবীর ধূসর স্ফটিক নামে: দিগদর্শনের।
যাহাদের চিন্তা যেন জীমূতবাহন
পূষনের সব স্বচ্ছ বিতর্ককে নষ্ট করে
ঘনমেঘ পিরামিড-আড়ম্বর
তবু কা’র মৃত্যু নাই— অন্ধকার ভ্যালহল্লায়
রাত্রি প’ড়ে আছে অনন্ত বালিশ নিয়ে:
ঘুমাবার লোক নাই—

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা