এই রাতে

এই রাতে— ঝড়ে
পদ্মার উপরে
নৌকার জানালা থেকে নক্ষত্রও দেখা যায়
শীত— তীক্ষ্ণ— দূর— আরও দূর
যদি ঝড় থেমে গেলে তোমারে শুধাই:
‘থেমে গেল’… না বলিতে যদি ডুবে যাই
এমনই রহিবে তবু ঐ দূর আকাশের সুর
শীত— তীক্ষ্ণ— দূর— শুধু দূর…

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা