কোথাও বিদ্যুৎ নাই
কোথাও বিদ্যুৎ নাই— তাই শুদ্ধ করুণার ভরে
অন্ধকার মাঝরাতে অগ্নি জ্বলে মেঝের উপরে
কার মেঝে?— মৃত্তিকার— সাদা পাথরের
নিবিষ্ট আলোর রঙে পাই না তা টের
ধবল ডানার মৃদু করতালি দিয়ে রাজহাঁস
সকল নদীর জলে ঢেলে ফেলে আঁধার গেলাস
পেয়েছে আগুন এই— বিস্মিত কুন্তী’র সহবাস।
[আবু হাসান শাহরিয়ার তার সম্পাদিত ‘জীবনানন্দ দাশের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র (২০০৮)’ গ্রন্থে এই কবিতার শিরোনাম দিয়েছেন ‘লেডা’ যদিও পাণ্ডুলিপিতে এর শিরোনাম ছিলো না।। তাই ‘এর কোনো শিরোনাম না রেখে প্রথম লাইনকে শিরোনাম হিসেবে রাখা হলো।]
Comments
Post a Comment