গফুর

‘গফুর’, নীরবে তাহাকে আমি ডাকিলাম— তবু
তবুও আমার কানে লেগে এই— এ-রকম বায়বীয় রোল
ততটা কৃত্রিম নয়— যতটা অসমীচীন— হিম।
‘তোমার বলদ দু’টো কই গেল’— ‘সে-সব অনেক দিন আগে
ম’রে গেছে’— যেন কারু সহোদর ম’রে গেছে— অথবা হানিফা
নেই আর— তবুও কিছুই আর নেই ব’লে
কোথাও অন্য কিছু নেই ব’লে গফুরের মুখের ভিতরে
নিসর্গ নিজেই চুপে বিকেলের প্রান্তরের দোয়েলের মতো
নেমে এল— কোনও এক উপচিত কৃমির উপরে
নীরবে আঁচড় কেটে— নিজ-মনে— তবুও কোথাও কোনও রেখা
ভাষা— সুর— বক্রোক্তির অব্যর্থ স্পষ্টতা
পেল না ক’— সকলই অস্পষ্ট— হিম— হেমন্তের অব্যর্থতায়।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা