এখন চৈত্রের হাওয়া
এখন চৈত্রের হাওয়া স্বৈরী প্রেমিকার মতো প্রান্তরের পরে
খুঁজে ফিরিতেছে এক প্রেমিককে বুঝি
সারা-দিন আবেদনে দেখিলাম খুঁজি
নষ্ট খেতে— লাইব্রেরি, আস্তাবল, বায়ুময় ইট-চুন-পাথরের ঘরে
দেয়ালে-দেয়ালে ঘড়ি— অবলঙ্, গোলাকার, কিংবা সারাৎসার
অবিকল— জানালায় চিড়িয়াখানা’র মতো দীর্ঘ স্পষ্ট শিক
মানুষকে তবু যদি মনে করো সেই সব কিছুরই প্রতীক
স্ফটিক পাথর তবে: মায়াবীর;— আজও তুমি শেখো নাই তার ব্যবহার।
Comments
Post a Comment