যখন শীতের রাত

যখন শীতের রাত ধীরে-ধীরে আসিতেছে— তখন নীরব
তখন নীরব আমি— তুমি মোজা বুনে দাও— তুমি কও কথা
তোমার মুখের রূপ চুপে-চুপে এক বার করি অনুভব

তবুও বিবর্ণ মাঠে সন্ধ্যায় শালিখের গাঢ় নিস্তব্ধতা
দেখি আমি; আরও কাছে খড়কুটো ঘাসে-ঘাসে পোকার খবর
দোয়েলের; চড়ুই লাফাতে আছে ঘাসে-ঘাসে: এই এক ব্যথা

ব্যথা না কি?— যেন কার ছোট মেয়ে— ছোট মেয়ে হারায়েছে ঘর
হারায়েছে ঘর— তবু পৃথিবীর ঘাস মাঠ কুয়াশায় নেমে
ভুলে আছে, বিবর্ণ ফ্রকের এক খুকিও তো মাঠের ভিতর

ঘাসে-ঘাসে বেদনারে বুনিত না; খেলার বলের মতো
থেমে গিয়ে হামাগুড়ি দিত না কি মাঠে-মাঠে বলের মতন
বাদামি পাতার ভিড়ে পালক শিশির ঘাসে প্রেম থেকে প্রেমে

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা