সুমেরীয় প্রেম

ক্রমে ধুলো উড়ে যায় বিকেলের অন্তহীন পাটল আকাশে;
অস্ফুট বৃষ্টির গন্ধ— প্রকাণ্ড ময়দান জুড়ে এক পাল ভেড়া
নিরুত্তর ছবির মতন স্পষ্ট।
সূর্যের তির্যক গতি
কৃষ্ণাভ মেঘের থেকে তাহাদের শরীরের ‘পরে
সুমেরীয় বল্লমের মতো যেন প্রাগৈতিহাসিক তর্কে নড়ে।
অদ্ভুত অমল আলো এক বার জ্ব’লে ওঠে চারি-দিকে
সন্ধ্যা আসিবার আগে
য়ুনানি যুগের স্তম্ভ— মাঠের বাদামি ঘাস— নদী
ঢের মজুরের মুখ— ফ্যাক্টরির— মনে হয়, সুমেরীয়।
ইহাদের ইতিহাস শেষ হ’য়ে গেছে তবে বহু দিন
কপিশ মাটির গর্ভ খুঁড়িলেই অখণ্ড প্রেমিক প্যারাফিন
এরা সব। অই ভৌতিক আলো চাই না ক’— আমি চাই ক্ষেম
ইহাদের অরুন্তুদ উৎস তবু— সুমেরীয় প্রেম।

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা