ঘাস মাঠ নদী নীড়

ঘাস মাঠ নদী নীড়
নক্ষত্র জোনাকি
এই সৃষ্টি এর চেয়ে
ভালো হত না-কি?
ভালো হত? এমন নক্ষত্র নীড় নদী!
তবুও আরও ভালো ক’রে চেয়ে দেখি যদি

কেন এত থাবা দেখি
কেন এত দাঁত
কার তুলি! কোন রঙ্!
সে কেমন হাত
এই সব রাখিয়াছে আঁকি
এই সৃষ্টি এর চেয়ে ভালো হত না-কি!

Comments

সর্বাধিক পঠিত কবিতা

যত দূর চোখ যায়

তবুও সে আসবে না আর

এইখানে প্যাকাটির মতো

আকাশের চাঁদ

যাত্রী

পটভূমি

সূর্য রাত্রি নক্ষত্র

রবীন্দ্রনাথ

পটভূমির ভিতরে গিয়ে

নারীসবিতা